| উপাত্ত( Data ) | তথ্য ( Information ) |
|---|---|
| যে কোন Fact অথবা Item কে ডাটা বা উপাত্ত বলা হয় | ডাটাকে প্রক্রিয়াকরণ করে যে অর্থবহ ফলাফল পাওয়া যায় তাকে তথ্য বলে |
| ডাটা একটি একক ধারনা | তথ্য একটি সমষ্টিগত ধারনা |
| ডাটা সাধারণত সাজানো থাকেনা | তথ্য সুনির্দিষ্ট সাজানো রুপে থাকে |
| ডাটা সাধারনত সরাসরি ব্যবহার করা যায় না | তথ্যকে সরাসরি ব্যবহার করা যায় |
| ডাটা কোন বিষয় সম্পর্কে আংশিক ধারনা | তথ্য কোন বিষয় সম্পর্কের পূর্ণ ধারনা |
| সকল ডাটাই তথ্য নয় | সকল তথ্যই ডাটা। |
| ডাটাকে Numeric ও Non-numeric দুই ভাগে ভাগ করা যায় | তথ্য কোন শ্রেণীবিভাগ নেই |
| উদাহরনঃ শ্রেণী, নাম, রোল, নম্বর, ৯৯, ১, ক, অঙ্ক | উদাহরনঃ ক নামের ছেলেটির রোল ১। সে এবার অঙ্কে ৯৯ পেয়েছে। |

0 Comments